Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

শিল্প নগরী ছাতক বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে অন্যতম একটি ব্যবসা উপযোগী উপজেলা । সিমেন্ট, বালি, পাথর, চুনাপাথর, চুন, স্টোন-ক্রাশার, ইত্যাদির ব্যবসা এখানে উল্লেখযোগ্য।

 

পাথরঃ

ছাতকের প্রধান ব্যবসা হচ্চে পাথর ও সিমেন্ট। ভোলাগঞ্জ থেকে পাথর সরবরাহ করে নদী পথে পাথর সংগ্রহ করার একটি সহজ রাস্তা হচ্চে ছাতক, তাই এখানে প্রচুর ব্যবসায়ী এ ব্যবসাইয় ওতপ্রোত ভাবে জরিত। ছাতক থেকে পাথর সরবরাহ করে সেই পাথর সহজে সিলেট, ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য অঞ্চলে খুব সহজে ডেলিভারি দেয়া যায়।

 

সিমেন্টঃ

ছাতক লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি তাছাড়া ছাতক সিমেন্ট কোম্পানি সহ আর একটি মোট তিনটি সিমেন্ট কোম্পানি অবস্থিত, তাই এখানের লোকজন উক্ত ব্যবসার সাথে খুব বেশি পরিচিত। অনেক ব্যবসায়ীরা ডিলারশীপ এর মাধ্যমে সিমেন্ট ক্রয় করে সেই সিমেন্ট বিভিন্ন স্থানে প্রেরন করে থাকেন।

 

চুন ও চুনাপাথরঃ

চুন ছাতকের একটি ঐটিহ্যবাহী ব্যবসা। ছাতকের প্রায় চুন ব্যবসায়ীরা সরাসরি নিজেরাই চুন উৎপাদন করে থাকেন। চুন উৎপাদনের জন্য মূলত চুনাপাথর ব্যবহার করতে হয়। চুনাপাথর কে প্রচুর পরিমান আগুনের তাপ দিয়ে পুড়ানো হয় এবং পুড়ানো সেই পাথরই চুন আকারে প্রস্তুত হয়।

বালিঃ

ছাতক উপজেলার উত্তর সীমানায় ভারতের মেঘালয় রাজ্য হতে চেলানদী প্রবাহমান থাকায় প্রচুরপরিমান বালি বিস্তৃত রয়েছে, উক্ত বালি জেলা প্রশাসন হতে নিলামের মাধ্যমে ইজারা প্রদান করে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে অবদান রাখছে। ছাতক উপজেলার সুরমা নদীর সাথে নদী পথে যোগাযোগ সহজ হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত হতে নৌকা, বাল্কহেড ও জাহাজ যোগে নদী বালি পরিবহন করার সুযোগ রয়েছে এছাড়াও স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত হতে ক্ষুদ্র ব্যবসায়ীগণ লাভবান হচ্ছেন।